Blog | AgroByte
১০,০০০ লিটার বায়োফ্লকে মাছ চাষে আয়-ব্যয়

১০,০০০ লিটার বায়োফ্লকে মাছ চাষে আয়-ব্যয়

বায়োফ্লক পদ্ধতিতে অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়। এইকারণে বায়োফ্লক একটি লাভজনক ব্যবসাও। অনেকেই বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতে মাছ চাষ করার চেষ্টা করে যাচ্ছেন। কেউ লাভবান হচ্ছেন, কেউবা স্ট্রাগেল করে যাচ্ছেন। যেহেতু এই পদ্ধতিতে মাছ নিজের তৈরি বর্জ্য থেকে সৃষ্ট ফ্লক খায় এজন্যে এই পদ্ধতিতে খাবারের খরচ কম লাগে এবং পানির দূষণও কম হয়।

অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে  মাছ চাষ করার জন্যে এই বিষয়ের এক্সপার্টদের নিকট থেকে ট্রেনিং চান। বায়োফ্লক নিয়ে সাম্প্রতিককালে নানারকম আর্টিকেল, ইউটিউব ভিডিও পাওয়া যায়। সেখান থেকে অনেকেই বায়োফ্লক থেকে আয়-ব্যয়ের হিসেব ধারণা করার চেষ্টা করেন। আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক হিসেব-নিকেশই অকার্যকর। এইজন্যে আমরা ১৬ মাস ধরে জামালপুরের একটি অঞ্চলে বায়োফ্লক প্রজেক্ট রিসার্চ থেকে প্রাপ্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বায়োফ্লক নিয়ে বিস্তারিত পড়তে পারেন পূর্বের আর্টিকেলে

আমরা একটি ১০,০০০ লিটারের বায়োফ্লক প্রজেক্ট থেকে কেমন আয়-ব্যয় হতে পারে, তার একটি ডিটেইল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ১০ ফিট বাই ১০ ফিটের একটি বায়োফ্লক প্রজেক্টে পানি ধারণ ক্ষমতা ১০,০০০ লিটার হয়ে থাকে। বায়োফ্লক প্রজেক্টের জন্যে আমরা দুইরকম খরচের হিসেব ধরতে পারি। প্রথমত প্রাথমিক প্রজেক্ট সেট আপ খরচ। এই খরচে আপনাদের ট্যাংক তৈরি করতে হবে ও কিছু যন্ত্রপাতি কিনতে হবে। ১০,০০০ লিটার প্রজেক্টের জন্যে সিমেন্টের ট্যাংক কিবা তারপলিনের ট্যাংক ব্যবহার করতে পারেন। সিমেন্টের ট্যাংক করলে ২২,০০০ টাকা খরচ পড়বে। তারপলিনের ট্যাংকে খরচ একটু বাড়বে। সেক্ষেত্রে ৩০০০০ এর মত পড়বে।

বায়োফ্লকের জন্যে আপনাকে বাতাস দেওয়ার জন্যে aerator ও কিছু জিনিস কিনতে হবে। এটি ৫০০০-৭০০০ এর মধ্যে পাবেন। অনেকে প্রজেক্টের দেখাশোনার জন্যে লোক রাখতে পারেন। সেক্ষেত্রে প্রতি মাসে ৫০০০ করে ধরলে একটি হার্ভেস্ট পাওয়া পর্যন্ত চার মাস ধরে দেখাশোনার লোক রাখতে হবে। সেইক্ষেত্রে ২০,০০০ টাকা খরচ করতে হবে। ১০,০০০ লিটার প্রজেক্টের জন্যে প্রাথমিক খরচ প্রায় ৪৯,০০০ থেকে ৫৬,০০০ টাকার মতো পড়তে পারে।

এবার আমরা কিছু খরচ দেখাবো, যেগুলো প্রতিটি হার্ভেস্টের জন্যে লাগবে। একটি প্রজেক্টের জন্যে কিছু উপাদান কিনতে আপনাকে ব্যয় করতে হবে। ১০,০০০ লিটার প্রজেক্টের জন্যে প্রথমেই যে জিনিসটি লাগবে, তা হল ৫০০ গ্রাম প্রোবায়োটিক। বাজারে বিভিন্ন ব্রান্ডের প্রোবায়োটিক পাওয়া যায়। একেক ব্রান্ডের প্রোবায়োটিকের দাম একেকরকম। এভারফ্রেশ প্রো প্রোবায়োটিক ব্যবহার করলে ৫০০ গ্রামের জন্যে খরচ হবে ১৫০০ টাকা। এরপর আপনার লাগবে মোলাসেস। এই প্রজেক্টের জন্যে আনুমানিক ৬ কেজি মোলাসেস প্রয়োজন হবে। ৩৫ টাকা কেজি দরে মোলাসেসের দাম পড়বে ২১০ টাকা। যেকোনো মোলাসেস ব্যবহার করলেই হবে। ভাল মানের মোলাসেস কিনতে গিয়ে খরচ বাড়ানোর প্রয়োজন নেই।

এরপর লাগবে ১ কেজি ক্যালসিয়াম কার্বনেট বা ডলোমাইট চুন। যেটি পাবেন ৫০ টাকায়। ১২ কেজি আয়োডিনমুক্ত মোটা দানাদার লবনের জন্যে খরচ করতে হবে ১৫০ টাকা। মাছের পোনা নিতে গেলে অবশ্যই খেয়াল করতে হবে কি জাতের পোনা নিচ্ছেন, কি সাইজের পোনা নিচ্ছেন। ভাল জাতের  ৫০০-৮০০ পিস/কেজি শিং মাছের পোনা লাগবে ৬০০০ পিসের মত। এক্ষেত্রে মাছের পোনার বিভিন্নরকম সাইজ হতে পারে। কিছু পোনা মারাও যেতে পারে। তাই একটু বেশিই নেওয়া লাগবে। এর দাম পড়বে প্রায় ১২০০০ টাকা। ভাল জাতের পোনার জন্যে যোগাযোগ করুন 01825062017

এরপর যে জিনিসটি লাগবে, তা হল মাছের ফিড। ৬০০০ পিস মাছের জন্যে ৪ মাসে প্রায় ২০০-২৫০ কেজি ফিড প্রয়োজন। এই ফিডের জন্যে খরচ করতে হবে ২০০০০ টাকা। এটাই মূলত প্রধান খরচের খাত। এছাড়া চার মাসে এসইও ০০৬ কিংবা এসইও ০০৮ মোটরগুলো সারা রাত ব্যবহার করলে খরচ পড়বে ১২০০ টাকা। কিছু আণুষাঙ্গিক খরচ বাড়তে পারে। এই অতিরিক্ত খরচ ধরেছি ১০০০ টাকার মত। সর্বমোট এই খাতে খরচ করতে হবে ৩৬,১১০ টাকা।

এতোক্ষণ দেখালাম খরচের খাতসমূহ। এব্র আসুন দেখি এই প্রজেক্ট থেকে কত উপার্জন হবে। অনেকেই বলে থাকেন ১০,০০০ লিটার প্রজেক্ট থেকে ৮০০-১০০০ কেজি মাছ পাওয়া সম্ভব। বায়োফ্লক প্রজেক্টে অল্প ঘনত্বে অধিক মাছ চাষ করা গেলেও, এত মাছ বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো সম্ভব নয়। তেলাপিয়া মাছ ভালোভাবে চাষ করলে ৩০০-৩৫০ কেজি উৎপাদন সম্ভব। শিং মাছের ক্ষেত্রে উৎপাদন একটু কম। ২৫০-৩০০ কেজির মত। একেকরকম মাছে একেকরকম উৎপাদন হবে। তবে আমরা ধরে নিলাম গড়ে ৩০০ কেজি মাছ উৎপাদিত হবে। খুব ভালোভাবে চেষ্টা করলে এটি অসম্ভব নয়।

ক্যাটফিশ জাতীয় মাছ প্রতি কেজি অনায়াসেই ৩০০-৪০০ টাকায় বিক্রি করতে পারবেন। তেলাপিয়ার ক্ষেত্রে ১৫০-২০০ টাকা কেজি। কই মাছ ১৮০ টাকা আর পাঙ্গাসের ক্ষেত্রে ১০০-১২০ টাকা কেজি। ক্যাটফিশ জাতীয় মাছ লাভজনক হলেও, এর উৎপাদনে অধিক যত্নশীল হতে হয়। কেননা এই জাতীয় মাছের রোগের প্রাদুর্ভাবও বেশি।

আমাদের উৎপাদিত ৩০০ কেজি মাছ ৩০০ টাকা দরে বিক্রি করলে অনায়াসে ৯০,০০০ টাকা আয় করা সম্ভব। এক্ষেত্রে যদি আমরা আমাদের খরচের হিসেব দেখি আমাদের প্রাথমিক খরচ ছিল ৪৯০০০-৫৬০০০ টাকা। আর এক হার্ভেস্টের খরচ ছিল ৩৬১১০ টাকা। সর্বমোট খরচ হয় ৮৫১১০ – ৯২১১০ তাকার মত। আমরা রেঞ্জ করে দেখাচ্ছি কেননা কেউ হয়ত তারপলিন দিয়ে ট্যাংক করবেন, কেউবা সিমেন্ট দিয়ে। দুইক্ষেত্রে দুইরকম খরচ হতে পারে। আমাদের প্রথম হার্ভেস্টে আয় ছিল ৯০,০০০ টাকা। অর্থাৎ প্রথম হার্ভেস্টে আপনি সামান্য কিছু লাভও করতে পারেন, অথবা নাও পারেন। এক্ষেত্রে আপনি যদি নিজেই প্রজেক্ট ম্যানেজ করেন, তবে ম্যানেজমেন্ট এর জন্যে আলাদা করে ৪ মাসের জন্যে ২০০০০ টাকা খরচ করতে হবে না। আপনি প্রথম প্রজেক্টেই লাভবান হতে পারবেন।

পরবর্তী হার্ভেস্টে আপনার প্রাথমিক খরচগুলো করার প্রয়োজন হবে না। তখন আপনার খরচ হবে ৩৬১১০ টাকা। দ্বিতীয় হার্ভেস্টে আপনি ১০,০০০ লিটার প্রজেক্ট থেকে ৫৩,৮৯০ টাকা লাভ করতে পারবেন।

উপরের পুরো হিসেবটি স্থান, কাল ভেদে কিছুটা বাড়তি-কমতি হতে পারে। মাছের পোনার দাম বিভিন্ন সময় বাড়তে বা কমতে পারে। বা মাছের দামও পরিবর্তিত হতে পারে। তবে খুব একটা পার্থক্য হবে না। সঠিকভাবে প্রজেক্ট শুরু করতে পারলে বায়োফ্লক প্রজেক্টেই আপনি লাভবান হতে পারবেন। এটি এখন আর কোনো থিউরি নয়, এটি একটি সায়েন্সই।

বায়োফ্লকঃ মাছ চাষের নতুন সম্ভাবনা

বায়োফ্লকঃ মাছ চাষের নতুন সম্ভাবনা

বায়োফ্লক প্রযুক্তি একটি টেকসই এবং পরিবেশবান্ধব মাছ চাষের আধুনিক পদ্ধতি। বায়োফ্লক হল প্রোটিন সমৃদ্ধ জৈব পদার্থ এবং অণুজীব, যেমন- ডায়াটম, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যালজি, জীবদেহের ধ্বংসাবশেষ এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী থেকে প্রাপ্ত ম্যাক্রো-এগ্রিগেট। এটি এমন একটি একোয়াকালচার সিস্টেম যা কার্যকর ভাবে কম ঘনত্বপূর্ণ স্থানে পুষ্টি উপাদানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বেশি মাছ উৎপাদনকে প্রভাবিত করবে। এই প্রযুক্তি ব্যবহারে পানি পরিবর্তনের হার খুবই সামান্য, কোনো কোনো ক্ষেত্রে পানি পরিবর্তনের প্রয়োজনও হয় না।

মাছ চাষের এই প্রযুক্তি পানিতে বিদ্যমান কার্বন ও নাইট্রোজেন এর সাম্যাবস্থা নিশ্চিত করে পানির গুণাগুণ বৃদ্ধি ও ক্ষতিকর রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করে। বায়োফ্লক প্রযুক্তির মূলনীতি হল ইহা হেটারোট্রপিক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে ত্বরান্বিত করে, পানিতে উচ্চ কার্বন-নাইট্রোজেন অনুপাত নিশ্চিত করে। এর ফলে পানিতে সৃষ্ট ক্ষতিকর অ্যামোনিয়াকে অণুজীব আমিষে রূপান্তর করে। এটি একটি পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি যা ক্রমাগতভাবে পানিতে বিদ্যমান পুষ্টি উপাদানগুলোকে রিসাইকেলিং এর মাধ্যমে পুনঃ ব্যবহার নিশ্চিত করে। ট্যাংকের পানি খুব কম পরিবর্তন উক্ত ট্যাংকে বিদ্যমান অণুজীবের বৃদ্ধির সহায়ক হয় বলে এটি একটি টেকসই প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে।

বায়োফ্লক সিস্টেমের প্রয়োজনীয়তা

মাছ উৎপাদনের উপর পরিবেশগত নিয়ন্ত্রণের উন্নতি করতেই বায়োফ্লোক সিস্টেমটি তৈরি করা হয়েছিল। জলজ প্রাণি চাষে শক্তিশালী প্রভাব হল মাছের ফিড ব্যয় (মোট উত্পাদন ব্যয়ের ৬০%) এবং সর্বাধিক সীমাবদ্ধ ফ্যাক্টর হল পানি / জমির সহজলভ্যতা। মাছ চাষে অল্প ঘনতের স্থানে অধিক উতপাদনের জন্যে পানি শোধনের প্রয়োজন পড়ে। বায়োফ্লোক সিস্টেম একটি বর্জ্য জল ট্রিটমেন্ট ব্যবস্থা যা মাছ চাষের পদ্ধতির হিসাবে বেস গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছে।

এই কৌশলটির মূলনীতি হেটারোট্রফিক মাইক্রোবিয়াল বৃদ্ধিকে উত্তেজিত করে কার্বন ও নাইট্রোজেনের অনুপাত বজায় রেখে নাইট্রোজেন চক্র বজায় রাখা, যা নাইট্রোজেনাস বর্জ্যকে একীভূত করে যা পূণরায় মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। বায়োফ্লক প্রযুক্তি কেবলমাত্র বর্জ্যের চিকিত্সার ক্ষেত্রেই ব্যবহৃত নয়, তবে জলজ প্রাণীর পুষ্টিও সরবরাহ করে।

উচ্চতর কার্বন ও নাইট্রোজেনের অনুপাত কার্বোহাইড্রেটের উত্স যেমন মোলাসেস যোগ করার মাধ্যমে বজায় রাখা হয় এবং উচ্চ মানের একক কোষের মাইক্রোবিয়াল প্রোটিন উত্পাদনের মাধ্যমে জলের গুণমান উন্নত করা হয়। এই অবস্থায়, অণুজীবগুলি জলের গুণগতমান এবং প্রোটিন খাদ্য উত্স নিয়ন্ত্রণকারী বায়োরিয়্যাক্টর হিসাবে বিকাশ লাভ করে। এই প্রযুক্তিটি বায়োফ্লক সিস্টেমের মধ্যে ফ্লককুলেশন নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

বায়োফ্লক প্রযুক্তিটি নিচের স্তরে বসবাসের অভ্যাস এবং পরিবেশগত পরিবর্তনের বিরুদ্ধে মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে সর্বপ্রথম চিংড়ি চাষে প্রয়োগ করা হয়। চিংড়ি এবং নীল তেলাপিয়ার লার্ভা বৃদ্ধি এবং প্রজনন কর্মক্ষমতা নির্ধারণের জন্য বেশ কিছু গবেষণা পরিচালিত হয়েছে। বায়োফ্লোক পদ্ধতিতে চিংড়ির লালন পালন সাধারণ চাষপদ্ধতির তুলনায় উন্নততর প্রজনন কর্মক্ষমতা দেখা গেছে । একইভাবে উন্নত লার্ভা বৃদ্ধির কর্মক্ষমতাও লক্ষ্য করা যায়।

বায়োফ্লক কালচার পদ্ধতির সুবিধা

 • পরিবেশ বান্ধব কালচার ব্যবস্থা।
 • এটি পরিবেশগত প্রভাব হ্রাস করে।
 • জমি এবং পানির ব্যবহারের সীমিত করে।
 • সীমিত বা শূন্য ভাগ পানি পরিবর্তন করতে হয়।
 • উচ্চ উত্পাদনশীলতা (এই সিস্টেমটি মাছ বেঁচে থাকার হার, বৃদ্ধির ক্ষমতা বৃদ্ধি করে)।
 • উচ্চতর বায়োসিকিউরিটি।
 • পানি দূষণ এবং রোগজীবাণুগুলির প্রবর্তন এবং ছড়িয়ে যাওয়ার ঝুঁকি হ্রাস করে
 • স্বল্প ব্যয়ে ফিড উত্পাদনের সুবিধা।
 • রোগের প্রাদুর্ভাব হ্রাস।
 • এটি প্রোটিন সমৃদ্ধ ফিডের ব্যবহার এবং স্ট্যান্ডার্ড ফিডের খরচ হ্রাস করে।
 • এটি মাছের খাদ্যের উপর চাপ কমায় অর্থাত্‍, মাছের ফিড গঠনের জন্য সস্তা খাদ্য মাছ এবং ট্র্যাশ ফিশে ব্যবহার করেই করা সম্ভব।

বায়োফ্লক প্রযুক্তির কিছু অসুবিধা

 • মিশ্রণ এবং অক্সিজেন প্রবাহের জন্য শক্তির প্রয়োজন পড়ে।
 • প্রারম্ভকালীন সময়কাল প্রয়োজন।
 • ক্ষারত্ব দমনের পরিপূরক প্রয়োজন।
 • কারিগরি জ্ঞানসম্পন্ন মানুষের প্রয়োজন।
 • নাইট্রেট জমে গিয়ে দূষণের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে।
বাসাবাড়িতে ও ছাদে অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজি চাষ

বাসাবাড়িতে ও ছাদে অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজি চাষ

ছাদ সকলেরই বিলাসের বস্তু, মন খারাপের সঙ্গী। কখনো ভেবে দেখেছেন কি, যে এই ছাদই হতে পারে আপনার আয়ের উৎস? যে কেউ চাইলেই বসতবাড়ির ছাদে সমন্বিতভাবে মাছ ও সবজির চাষ করতে পারেন এবং লাভবানও হতে পারেন। এতে আপনার বাড়ির খালি পড়ে থাকা ছাদ বা আঙ্গিনারও যথাযথ ব্যবহার হবে।

অ্যাকোয়াপনিক্স মূলত মাছ ও সবজি চাষের একটি সমন্বিত পদ্ধতি। এ ক্ষেত্রে মাছের ময়লা তথা দূষিত পানি গাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং স্বচ্ছ পরিষ্কার পান পুনরায় মাছের ট্যাংকে ফিরে আসে। এ পদ্ধতি বিশ্বব্যাপী একটি বহুল প্রচলিত বাস্তবসম্মত এবং দীর্ঘস্থায়ী খাদ্য উৎপাদন ব্যবস্থা যার ক্ষুদ্র ও বৃহৎ যে কোনো পরিসরে বাস্তবায়ন সম্ভব। এতে মাছে ব্যাকটেরিয়া ও গাছ পুনঃসঞ্চালন প্রক্রিয়া তথা পদ্ধতিতে কাজ করে। এখানে লক্ষণীয় যে, এ পদ্ধতিতে মাটি ছাড়াই সবজি উৎপাদন করা যায় এবং আরও উল্লেখ্য যে, এ ক্ষেত্রে ব্যাকটেরিয়া পানির সমুদয় বর্জ্য ময়লা ইত্যাদি তাৎক্ষণিকভাবে দূরীভূত করে, যেভাবে প্রাণীর কিডনি ও লিভার এ কাজটি সম্পন্ন করে থাকে।

বাড়ির ছাদে অনেকেই সবজি বা ফলমূলের চাষ করেন। তারা চাইলে সবজি বা ফলমূলের পাশাপাশি মাছ চাষ করতে পারেন। এতে বাড়তি তেমন খরচ নেই। অন্যদিকে আমিষের জোগানও হবে। আবার খুব বেশি ঝামেলারও নয়। এ পদ্ধতিতে বাড়ির ছাদ, বারান্দা অথবা আঙিনাতেও মাছ ও সবজির সমন্বিত চাষ করা যাবে। এ পদ্ধতিতে শুধু মাছের জন্য খাবারের প্রয়োজন পড়বে। সবজি চাষের জন্য দরকার হবে না কোনো সার ও কীটনাশকের। আর উলম্ব পদ্ধতিতে (vertical) সবজির চাষ করলে অল্প জায়গায় পাওয়া যাবে অধিক ফলন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের একুয়াকালচার বিভাগের অধ্যাপক এম এ সালাম বলছেন,

“সারা দেশেই কমছে চাষযোগ্য জমির পরিমাণ। তাই বাসাবাড়ির ছাদে এই পদ্ধতিতে মাছ ও সবজি চাষ এখন সময়ের দাবি”

 

অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজির সমন্বিত চাষ

পদ্ধতিপুকুরে মাচা পদ্ধতি

এ পদ্ধতিতে বাঁশের চটি দিয়ে মাচা তৈরি করা হয়। মাচাটি প্রতিটি আধা লিটার পানি ভর্তি চল্লিশটি বোতল দিয়ে ভাসিয়ে রাখতে হয়। অতঃপর বোতলের তলায় অনেক ছিদ্র করে তার মধ্যে নারিকেলের ছোবড়া ও নুড়ি পাথর স্তরে স্তরে সাজিয়ে তাতে সবজির চারা লাগিয়ে মাছের পুকুরে স্থাপন করতে হয়। প্রতিটি মাচায় চারটি করে কচু, পুদিনা, কলমিশাক, ঢেঁড়স ও টমেটোর সর্বমোট ২০টি চারা ব্যবহার করা যায়।

প্লাস্টিকের ড্রামে পদ্ধতি

এ পদ্ধতিতে প্লাস্টিকের ড্রাম লম্বালম্বিভাবে কেটে অর্ধেক করে নুড়ি পাথর ও মাটি স্তরে স্তরে সাজিয়ে কচু, পেঁপে ও বেগুনের চারা রোপণ করা হয়। এ ক্ষেত্রে মাছের ট্যাংকের ময়লা পানি পাম্প করে প্রতিদিন দুইবার ড্রামের নুড়ি পাথরের মাঝে সরবরাহ করা হয়। এ প্রক্রিয়ায় গাছের শেকড় প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে এবং পরিষ্কার পানি পুনরায় মাছের ট্যাংকে ফিরে আসে। এ পদ্ধতিতে সবজি উৎপাদন অন্য যে কোনো পদ্ধতির চেয়ে ফলপ্রসূ ও আশাব্যঞ্জক প্রতীয়মান হয়েছে।আলনা পদ্ধতি

এ পদ্ধতিতে পরিত্যক্ত প্লাস্টিক বোতল ভবনের ছাদে আলনায় স্থাপন করা হয়। সাড়ে পাঁচ ফুট উচ্চতা বিশিষ্ট একটি কাঠের আলনায় আনুভূমিকভাবে ৬টি, উপরে নিচে তিন সারিতে ১৮টি এবং উভয় পাশে মোট ৩৬টি বোতল সাজিয়ে রাখা হয়। বোতলগুলোর ছিপির ভেতরে এক টুকরো স্পঞ্জ দিয়ে তার ওপর নুড়ি পাথর বসিয়ে প্রতি বোতলে দুটি করে সবজির চারা রোপণ করতে হয়। এতে একটি আলনায় ৩৬টি বোতলে ৭২টি চারা লাগানো যায়। এভাবে ৫০০ লিটার পানির ট্যাংকে ৩৫০ লিটার পানি দিয়ে তাতে ৬০টি তেলাপিয়া মাছ মজুদ করা যায়।

গ্যালভানাইজড পদ্ধতি

এ পদ্ধতিতে গ্যালভানাইজড পাত দ্বারা ৫”x২”.৫”x১০” আকারের ট্রে তৈরি করে সেখানে পানি নির্গমনের জন্য একটি ৪ ইঞ্চি লম্বা পাইপ স্থাপন করা হয়। অতঃপর পানিভর্তি একটি ট্রের সাহায্যে ভাসমান মাচা পদ্ধতিতে এবং অপর একটিতে নুড়ি পাথর সাজিয়ে সবজি চাষ করা হয়। ট্রেগুলোকে একটি ভাসমান বাঁশের মাচার ওপর রাখা হয়। ভাসমান মাচা পদ্ধতিতে চারটি করে টমেটো, লেটুস ও পুদিনার চারা একটি শোলার পাতের মাঝে রোপণ করা হয়। অপর পক্ষে, নুড়ি পাথরের ট্রেতে কচু, টমাটো, লেটুস ও কলমিশাক রোপণ করে যথানিয়মে মাছের ট্যাংকের পানি সরবরাহ করা হয়। এভাবে আরও কিছু পরিচর্যার পরে লক্ষ করা গেছে, উভয় পদ্ধতিতেই সবজির চারা দ্রুতগতিতে বৃদ্ধি পায়। দেখা গেছে, মাটিতে উৎপাদিত কচুর তুলনায় বাকৃবি উদ্ভাবিত অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে জন্মানো কচুর বৃদ্ধি প্রায় দশ গুণ বেশি। স্মর্তব্য যে, ক্রমবর্ধমান গতিতে জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের প্রায় ১৬ কোটি মানুষের তথা আপামর জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে। সর্বত্র ভেজাল তথা অনিরাপদে খাদ্যের ছড়াছড়ি। এসব খাদ্য খেয়ে নানা রোগব্যাধির কবলে পড়ে মানুষের জীবন সংকটাপন্ন। এছাড়া, খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক প্রয়োগের মাধ্যমে শাকসবজির উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত অ্যাকোয়াপনিক্স পদ্ধতির সাহায্যে শাকসবজি ও মাছ উৎপন্ন করে স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশেই হ্রাস করা সম্ভব।

অ্যাকোয়াপনিক্স পদ্ধতির সুবিধাগুলো

১. প্রযুক্তিটি অতি সহজ হওয়ায় বা সামান্য প্রশিক্ষণের মাধ্যমে এটি বাস্তবায়ন সম্ভব।

২. অ্যাকোয়াপনিক্স একটি জৈব খাদ্য উৎপাদন পদ্ধতি। এর মাধ্যমে সুলভ উপাদান ব্যবহার করে উপাদেয় তথা পুষ্টিকর খাদ্য উৎপন্ন করা যেতে পারে।

৩. কয়েক সপ্তাহের মধ্যেই সবজি উৎপাদন সম্ভব।

৪. সবজি উৎপাদনে স্বল্প পরিমাণ পানি দরকার হয়। এতে শুধু বাষ্পীভূত পানিটুকুই ব্যবহার করা হয়ে থাকে।

৫. পলিথিন দিয়ে ঘর তৈরি করে তাতে সারা বছরই মাছ ও সবজি চাষ করা যায়।

৬. এ পদ্ধতির জন্য তেলাপিয়া মাছই সর্বাধিক উপযোগী। কেননা, এ মাছ দ্রুত বৃদ্ধি পায়। এ ছাড়া, অধিক ঘনত্বেও চাষ করা সম্ভব। উপরন্তু, পানির গুণাগুণে কিছুটা হেরফের হলেও তেলাপিয়ার বৃদ্ধিতে কোনো তারতম্য হয় না। লক্ষ করা গেছে, ২০০০ লিটারের ট্যাংক থেকে ৮ মাসে ১০০-১২০ কেজি তেলাপিয়া উৎপাদন সম্ভব। এর সাথে বছরব্যাপী উল্লেখযোগ্য পরিমাণে টমেটো, লেটুস, কচু ও পুদিনা ইত্যাদি উৎপন্ন করা